সামরসেটকে পাঁচ উইকেটে হারিয়েছে গ্লোউচেস্টারশায়ার। বেন চার্লসওয়ার্থ ম্যাচের শেষ বলটি ছক্কায় হিট করে গ্লোউচেস্টারশায়ারকে চিরপ্রতিদ্বন্দ্বী সমারসেটের বিরুদ্ধে পাঁচ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন টউনটন এর মাঠে ভাইটালিটি ব্লাস্ট সাউথ গ্রুপের ম্যাচে । আগন্তুক দল ১৯৫ রানের লক্ষ্য তাড়া করে জয়ী হন ,যার মধ্যে বেন গ্রিনের করা শেষ ওভারে ১৩ রান ছিল, চার্লসওয়ার্থ ১৩ বলে অপরাজিত ২৪ রান করেন। মাইলস হ্যামন্ড ৪২ এবং বিউ ওয়েবস্টার ৩৯ রান করে দলে বড় অবদান রাখেন।